চকরিয়ায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র সহায়তায় ভাগ্য খুলেছে স্বামী পরিত্যক্ত বিধবা নারী মরিয়মের


চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের বদ্যনতায় ভাগ্য খুলেছে স্বামী পরিত্যক্ত নারী মরিয়ম বেগমের (৫৬)। উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসিন্দা হতভাগ্য এ নারী ভিক্ষা করে এতদিন জীবন ধারণ করে আসলেও চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের বাড়িতে গিয়ে তাকে অনুদানের ২০ হাজার টাকা হাতে তুলে দেন। পরে সেখান থেকে প্রায় ১২ হাজার টাকা পুঁজি দিয়ে বিভিন্ন মালামালসহ তাকে একটি দোকানও নিয়ে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান। বাড়ির পাশে বেতুয়াবাজার ব্রীজের সন্নিকটে একটি খাবার দোকানের সামনে মরিয়মের দোকান।

জানা গেছে, উপজেলা চেয়ারম্যান জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম উপস্থিত থেকে স্বামী পরিত্যক্ত নারী মরিয়ম বেগমের দোকানটি উদ্বোধন করেছেন। এসময় বিএমচর ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহসিলদার) মো.হেলাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর মরিয়ম বেগমের দোকান ও তাঁর ব্যাপারে খবর-খবরা রাখতে ভুমি কর্মকর্তা হেলাল উদ্দিনকে নির্দেশ দিয়েছেন ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম। ওইসময় উপজেলা চেয়ারম্যান জাফর আলম তাঁর ব্যক্তিগত তরফ থেকে মরিয়ম বেগমকে আরো সহায়তার আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন