চকরিয়ায় জিটু চার চাকার যানবাহন চলাচলের দাবিতে মানববন্ধন

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ৩৪ কিলোমিটার সড়কে চার চাকার যান বন্ধ করে দেয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এতে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সড়কে বিকল্প ব্যবস্থা না থাকায় হঠাৎ করে প্রশাসন চার চাকার যান হিউম্যান হুলার জিটু বন্ধের সিদ্ধান্তের কারণে এ দুর্ভোগ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ।

বৃহস্পতিবার(৩০ আগস্ট) বিকালে এসব যান চলাচলে সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, সম্প্রতি কক্সবাজার মহাসড়কে চকরিয়া পয়েন্টে প্রশাসনের হিউম্যান হুলার জিটু বন্ধের সিদ্ধান্তের কারণে চকরিয়ার উত্তর হারবাং, আজিজনগর স্টেশন থেকে খুটাখালী নতুন অফিস পর্যন্ত শতাধিক স্টেশন এলাকায় গাড়ি বন্ধ থাকার কারণে স্কুল, কলেজ, মাদ্রাসায় অধ্যায়নত হাজার হাজার শিক্ষার্থী, বঙ্গবন্ধু সাফারী পার্কের পর্যটক, রোগী ও সাধারণ যাত্রীদের যাতায়তে দুর্ভোগ চরমে। এ চার চাকার হিউম্যান হুলার যানবাহন বন্ধ থাকার কারণে বড় যানবাহনে যাত্রীদের যাতায়াতে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা ভোগান্তি ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন রশিদ আহমদ নামের খুটাখালী এলাকার এক যাত্রী। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মহাসড়কে গাড়ি না থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে উপজেলাবাসীকে। এতে মহাসড়কে প্রশাসনের ভয়ে গাড়ি বের করছে না মালিক ও চালকরা। ফলে চরম ভাবে ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থী, রোগীসহ হাজার হাজার সাধারণ যাত্রী।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বিভিন্ন পয়েন্টে হিউম্যান হুলার জিটু চার চাকার যানবাহন চলাচলের দাবিতে মানববন্ধন করেছ হাজারো ভুক্তভোগী সাধারণ যাত্রী। এদিকে চকরিয়ায় ডুলাহাজারা স্টেশনে হিউম্যান হুলার জিটু গাড়ি চালুর দাবিতে সাধারণ জনগণ ও ভুক্তভোগীদের বিশাল মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীরা বলেন, মহাসড়কে যাতায়াতে যাত্রীদের দুর্ভোগ থেকে রক্ষা করতে ও হিউম্যান হুলার জিটু চার চাকার গাড়ি চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি। এ চার চাকার গাড়ি বন্ধ রাখায় অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে প্রতিদিন নানা হয়রানীর শিকার হচ্ছে বলেও তারা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন