চকরিয়ায় ডেঙ্গুরোধে ১৮ ইউপিতে মশার স্প্রে মেশিন বিতরণ

fec-image

গ্রামে-গঞ্জে ডেঙ্গুরোধে সচেতনতা সৃষ্টিতে কক্সবাজারের চকরিয়ায় ১৮ ইউনিয়ন পরিষদে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সমন্বয় সভা ও সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে উপজেলার ১৮টি ইউনিয়নে ৬৪ টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।

বুধবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে ডেঙ্গু রোধকল্পে এ সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান সভায় গ্রাম পুলিশের উদ্যেশ্য বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধে দেশের প্রতিটি নাগরিককে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। ডেঙ্গু প্রতিরোধকল্পে এডিশ মশার উৎপত্তিস্থল চিহ্নিতকরণের মাধ্যমে তা নির্মূল করতে হবে। ডেঙ্গু রোগ থেকে পরিত্রাণ পেতে জনগণকে সচেতনতা সৃষ্টির বিকল্প নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জেলা প্রশাসনের নির্দেশে চকরিয়া উপজেলা প্রশাসনও একযোগে এ কার্যক্রমটি করে যাচ্ছে। আশা করি আমরা অচিরেই এর সুফল পাবো।

তিনি আরো বলেন, গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধের সচেতন হওয়ার বার্তা পৌছে দিতেই গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত জরুরি। মানুষের অন্যান্য সেবার পাশাপাশি সরকারের নির্দেশনা আলোকে জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে গ্রাম পুলিশের।

পরে ইউএনও শিবলী নোমান গ্রাম পুলিশ সদস্যদের মাঝে উপজেলার ১৮টি ইউনিয়নে ৬৪ টি স্প্রে মেশিন বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডেঙ্গু, স্প্রে মেশিন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন