চকরিয়ায় ‘বড়দিন’ পালিত

চকরিয়া প্রতিদিন:

কক্সবাজারের চকরিয়ায় পাঁচটি খ্রিস্টান পল্লীতে অত্যান্ত জাকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন পরিবেশে যীশু খ্রীষ্ট্রের জন্মদিন উপলক্ষে পালিত হয়েছে বড়দিন।

মঙ্গলবার (২৫ডিসেম্বর) সকালের দিকে উপজেলার চকরিয়ায় ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ মেমোরিয়াল ব্যাপ্টিস চার্চে বড়দিন উপলক্ষে উপাসনার মধ্যদিয়ে পালন করা হয়। এ সময় দেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, মালুমঘাটস্থ মেমোরিয়াল ব্যাপ্টিস চার্চের সহকারী পালক প্রিয়তোষ মল্লিক, যুব-পালক ও চকরিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি মিন্টু দাশ, মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের পরিচালক যোসফ অমুল্য রায়, ডা. কেলিসহ প্রমুখ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চকরিয়ার পাঁচটি খ্রিস্টান পল্লীতে বড়দিন উৎসব পালিত হয়। বড়দিন উপলক্ষে খ্রিস্টান পল্লীগুলোতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি শান্তিপূর্ণ ও জাকজমকপূর্ণভাবে বড়দিন পালিত হচ্ছে বলে জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন