২০ হাজার টাকা দণ্ড

চকরিয়ায় ম্যাজিস্ট্রেটের হাতে ইয়াবাসেবী আটক

fec-image

চকরিয়ায় আবাসিক হোটেলে বসে ইয়াবা সেবনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতে নাতে দুই ইয়াবাসেবীকে আটক করেছে। পরে অপরাধ স্বীকার সাপেক্ষে দুইজনকে ২০ হাজার টাকার অর্থদন্ড দিয়েছেন।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে চকরিয়া শহরে অভিযান চালিয়ে এ দন্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত।

আদালতে দণ্ডপ্রাপ্তরা হলো- চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের আবদুল আলিমের ছেলে মো. ইহেছান ও ৪নং ওয়ার্ডের আবদুল হাকিমের ছেলে মো. নাজেম উদ্দিন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, পৌরসভার বিভিন্ন হোটেলসহ অলি-গলিতে মাদকসেবীদের উৎপাত বাড়ার খবরে অভিযান চালানো হয়। অভিযানের সময় চকরিয়া পৌরশহরের আল রহমত নামের আবসিক হোটেলের একটি রুমে ইয়াবা সেবনকালে দুই যুবককে ধরা হয়। তারা নিজেদের দোষ স্বীকার করে মুচলেখা দিলে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবা, চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন