চকরিয়ায় যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চকরিয়া প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজারের চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

পৌর শহর উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দীন কছিরের সঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, চকরিয়া বার এসোসিয়শনের সভাপতি আলহাজ্ব এড. শহিদুল্লাহ্ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আতিক উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলমগীর হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবু বাবলা দেবনাথ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন, পৌরসভা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধলু, উপজেলা যুবলীগের সহ সভাপতি জাবেদ হোসেন পুতুল, কামরুল হাসান কাইছার, হাবিবুর রহমান হাবিব, মহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, তারেকুল ইসলাম চৌধুরি, সালাহ্ উদ্দীন, অর্থ সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক মিজানুর রহমান সুজন, সাংস্কৃতিক সম্পাদক সাইদুল করিম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তৌহিদুল ইসলাম মিঠু, বন ও পরিবেশ সম্পাদক সালাহ্ উদ্দীন, ক্রীড়া সম্পাদক এখলাস উদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন, যুবলীগের সহ সম্পাদক মো. ওসমান, তৌহিদুল ইসলাম, মো. আলমগীর, হাবিবুর রহমান, মনজুর হাসনাত মায়া, মুজিবুর রহমান, সুজন দেব নাথ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সাকিব, সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম বাবুল, মো. সাইফুদ্দীন, শহিদুল ইসলাম, মাহাবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ, সাধারণ সম্পাদক আরহান মো. রুবেল, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, শাহারবিল যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, ছোটন, হারবাং যুবলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জন, আমজাদ, খুটাখালী সাধারণ সম্পাদক আবু তৈয়ব, মো. ফারুক, মিজান, ফাঁসিয়াখালী সভাপতি নাজমুল হাসান লিটন, ছোটন, সুরাজপুর-মানিক আহ্বায়ক ফেরদৌস আলম, ঢেমুশিয়া যুবলীগের মো. সাহেদ, আলী হোসেনসহ য্বুলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তরা বলেন, এদেশে তরুণদের খুঁজে বের করে বঙ্গবন্ধুর নির্দেশে যুবলীগ প্রতিষ্ঠা করেছিল বঙ্গবন্ধুর পুত্র শেখ ফজলুল হক মনি। আজ সেই যুবলীগের অনেক ত্যাগ-তিতিক্ষা পেরিয়ে ঐতিহ্যের ৪৬তম বর্ষ উদযাপন করতে যাচ্ছে। বঙ্গবন্ধুর ডাকে আমরা একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। তিনি চেয়েছিলেন এদেশকে  একটি সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা করতে। আজ দেশ তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা যদি এদেশের প্রধানমন্ত্রী হিসেবে না থাকতেন তাহলে রক্তের বিনিময়ে স্বাধীন করা এই দেশ জঙ্গীবাদের হাতে চলে যেত। তাই আগামীতে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে যুবলীগের অগ্রণী ভুমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নের মহাপরিকল্পনার কথা প্রতিষ্ঠা বার্ষিকীতে আসা যুব সমাজের মাঝে তুলে ধরেন এবং সরকারের উন্নয়ন সর্ম্পকে সাধারণ জনগণকে ব্যাপকহারে অবহিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীককে বিজয়ী করতে যুবলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন