চকরিয়ায় সুধী সম্মানে জেলা পরিষদ চেয়ারম্যান লিটুর ইফতার পার্টি

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মী ও সুধীজনদের সম্মানে কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম লিটুর ইফতার পার্টি ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ মে) বিকাল ৪টায় চকরিয়া আইসিডিডিবি হলরুম মিলনায়তন এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মুসলেহ উদ্দিন মানিকের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আরিফ মঈনুদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতারপার্টি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষিয়ান নেতা নুরুল কাদের বি.কম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য উম্মে কুমসুম মিনু, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলতান আহমদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বশিরুল আইযুব, চকরিয়া পৌরসভা সহ-সভাপতি নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ২নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, আইন বিষয়ক সম্পাদক সোলতান আহমদ, কৃষি ও সমবায় সম্পাদক শাহ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, বন ও পরিবশে সম্পাদক বাবুল বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জমির উদ্দিন, শ্রম সম্পাদক মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক ইমাম হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আসাদুল হক, সহ-প্রচার সম্পাদক আবুল হোসেন, কোষাধ্যক্ষ আলফাজ উদ্দিন।

এ ছাড়াও সদস্য যথাক্রমে, আবু তাহের মেম্বার, জালাল উদ্দিন, মিফতাব উদ্দিন চৌধুরী, সুলাল কান্তি সুশীল, আক্কাস আহমদ, কবির আহমদ, সাহাবুদ্দিন টিংকু, গিয়াস উদ্দিন, কফিল উদ্দিন, রশিদ আহমদ, মো. জকরিয়া, সাকের মেম্বার, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সভাপতি নাজেম উদ্দিন ভুট্টু, সাধারণ সম্পাদক নুরুল আবছার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফুর আলম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. রতন কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইসহাক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেকান্দর বাদশা নাগু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন কবির কমিশনার, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, পৌরসভা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জামাল উদ্দিন, আবু বক্কর, সাইফুল ইসলাম আজম, রুকন উদ্দিন প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন