চকরিয়ায় ৩৬শ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ

চকরিয়া প্রতিনিধি:

মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে প্রবেশের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন গরীব, অসহায়, দুঃস্থ ৩ হাজার ৬শ’টি পরিবারের মাঝে চকরিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভার জনসাধারণের মাঝে একযোগে মঙ্গলবার (১২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুম ‘মোহনা’ মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহিদুর রহমান।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি সার্জন ডা. ফেরদৌসি আক্তার, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সচিব ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেয়া ঈদ সামগ্রী চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভার ৩ হাজার ৬শত পরিবারের মাঝে তুলে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল ২ কেজি, দুধ ৫০০ গ্রাম, তেল ১ লিটার, লাচ্ছা সেমাই ৪ প্যাকেট, রুহ আফজা ১টি, নগদ ২০০০ টাকা।

বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তাদের নিজ নিজ এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ সামগ্রী বিতরণ করেন বলে ইউপি সচিবরা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন