চলতি বছরেই মুক্তি পাচ্ছে ‘নুসরাত’

নিউজ ডেস্ক:

ফেনীর সোনাগাজীতে অগ্নিদগ্ধ হয়ে নিহত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির ঘটনা নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রবীন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ‘নুসরাত’ নামেই বানানো চলচ্চিত্রটি এ বছরেই মুক্তি পাবে বলেও জানিয়েছেন তিনি।

দেলওয়ার জাহান ঝন্টু বলেন, আশঙ্কাজনকভাবে বাংলাদেশে নারী নির্যাতন ও যৌন হয়রানি বেড়েই চলেছে। সেই ধারাবাহিকতায় নির্মমভাবে জীবন গেল নুসরাতের। একজন মানুষ হিসেবে, একজন পরিচালক হিসেবে নুসরাতের এমন করুণ মৃত্যুর দ্বায় এড়িয়ে যেতে পারি না। দায়িত্ববোধ থেকেই এ চলচ্চিত্রটি নির্মাণ করবো আমি।

তবে চলচ্চিত্রে নুসরাতের চরিত্রে কে অভিনয় করবেন সেটা এখনো ঠিক করেননি তিনি। এ বিষয়ে শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। ইতোমধ্যে চলচ্চিত্রনির্মাণের প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে গেলে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় বোরকা পরা ৪/৫জন নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে হাত-পা বেঁধে তারা নুসরাতের গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। গত ১০ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় নুসরাত।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চলতি বছরেই মুক্তি পাচ্ছে ‘নুসরাতক’
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *