চুক্তির অসাংবিধানিক ধারা সংশোধনের দাবিতে খাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের একাংশের মানববন্ধন ও বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পার্বত্য চুক্তির অসাংবিধানিক, বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলো সংশোধনের দাবি জানিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের একাংশ।

শনিবার(২ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঙালি ছাত্র পরিষদের একাংশের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা।

বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে সংবিধান বিরোধী আখ্যায়িত করে বলেন, এ চুক্তি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী। চুক্তির মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর একচ্ছত্র ক্ষমতা দেওয়া হলেও পার্বত্য চট্টগ্রাম বসবাসকারী বৃহৎ জনগোষ্ঠী বাঙালিদের সকল অধিকার খর্ব করা হয়েছে। চুক্তির পর পাহাড়িদের একাধিক সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি, গুম-খুন বেড়েছে।

বক্তারা প্রত্যাহারকৃত সকল সেনা পুনঃস্থাপন ও ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিলের দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন