ছুটির দিনে মনোনয়ন ফরম তুলেছেন মাটিরাঙ্গা পৌরসভার দুই কাউন্সিলর প্রার্থী

পৌরসভা নির্বাচন

সিনিয়র স্টাফ রিপোর্টার :

ছুটির দিনেও কর্মচঞ্চল ছিল খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিস। শুক্রবার সরকারী ছুটির দিনেও উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা ।

খাগড়াছড়ির ‘গ’ শ্রেণিভুক্ত মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবারের সরকারী ছুটির দিনে মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন ফরম তুলেছেন মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো: জালাল মজুমদার ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আবুল হোসেন‘র ছেলে মাহবুব-ই-রাব্বানী সোহাগ। এনিয়ে মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম নিলেন।

এর আগে মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনে বৃহস্পতিবার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মাটিরাঙ্গা পৌর বিএনপির নেতা মোহাম্মদ উল্ল্যাহ, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগ নেতা মো: আবদুল খালেক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো: জালাল আহাম্মদসহ ৪জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো: জালাল মজুমদার আওয়ামীলীগের সমর্থন নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনেক আগে থেকেই ভোটের মাঠে তৎপর রয়েছেন।

অন্যদিকে আওয়ামীলীগ নেতা মো: আবদুল খালেক ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামান সমর্থন আদায়ে জোর লবিং চালাচ্ছেন। এদিকে ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মাটিরাঙ্গা পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক মো: জয়নাল আবেদনি খোন্দকার এখনো পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ না কররেও বিএনপির আরেক সমর্থন প্রত্যাশী মাটিরাঙ্গা পৌর বিএনপির নেতা মোহাম্মদ উল্ল্যাহ প্রথম দিনেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দলীয় সমর্থন আর দলীয় প্রতীকে অনুষ্ঠিত দেশের প্রথম স্থানীয়র সরকার নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনে মুখরিত হয়ে উঠে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণ। সকলের মধ্যেই নির্বাচনী যুদ্ধে বিজয়ের প্রত্যাশা যেন দানা বেঁধে উঠেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন