ছেলেধরা গুজব; প্রতিকারে মাঠে মাটিরাঙ্গা পুলিশ

fec-image

ছেলেধরা গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহত হয়েছে। সারাদেশের মতো ছেলেধরা গুজবকে কেন্দ্র করে সম্প্রতি মাটিরাঙ্গায় উপজেলার জনসাধারণের মাঝে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধ নিয়ে মাঠে নেমেছে মাটিরাঙ্গার পুলিশ প্রশাসন।

জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুলাই) দিনভর মাটিরাঙ্গা উপজেলা সদরের বিভিন্ন জনগুরুত্বপুর্ণ স্থানে লিফলেট বিতরণ করেছে পুলিশ সদস্যরা। সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ভুইয়া ও টিআই মো. জয়নাল আবেদীন এ সচেতনতা কর্মসুচিতে অংশগ্রহণ করেন।

ছেলে ধরা সন্দেহে কোন ব্যাক্তির আচরন/চলাফেরা সন্দেহজনক হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহবান জানিয়েছে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. খোরশেদ আলম বলেন, কাউকে পিটিয়ে হত্যা করার অধিকার কারো নেই। আইন কখনোই নিজের হাতে তুলে নেয়া যাবেনা।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুদ্দিন ভুইয়া বলেন, সারাদেশের মতো মাটিরাঙ্গার মানুষও গুজবের পেছনে ছুটছে। গুজব যেন কাউকে ছাড়ছেনা। গুজব এখন আতঙ্কে পরিনত হয়েছে। আমরা চাই সাধারন মানুষ গুজব থেকে বেরিয়ে আসুক। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুক। তিনি বলেন, একটি গুজব অনেক বড় অপরাধের জন্ম দিতে পারে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন