জাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটাধারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার ২৪ ফেব্রুয়ারি

download (1)

পার্বত্যনিউজ রিপোর্ট : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ১ম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি সাক্ষাৎকার আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব রহিমা কানিজ সোমবার এ তথ্য জানান।

তিনি অারও বলেন, “আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে (প্রশাসন ভবনের ৩য় তলা) আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকা অনুযায়ী সাক্ষাৎকার নেওয়া হবে।”

সাক্ষাৎকারের সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং জেলা প্রশাসন থেকে প্রকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে বলেও জানানো হয়েছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন