জুরাছড়িতে সুবিধাভোগী পরিবারের মাঝে অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সুবিধাভোগী পরিবারের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিশ্রামাগারে এসব অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয় জয় চাকমা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, ইউএনডিপি জেলা ম্যানেজার ঐশ্বর্য চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা,আ’লীগ নেতা চারু বিকাশ চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৃষকেতু চাকমা বলেছেন, এধরণের পদক্ষেপ আরও ১০ কিংবা ১৫ বছর আগে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। পার্বত্য শান্তি চুক্তির আগে পার্বত্য চট্রগ্রাম এলাকায় অনেক সংরক্ষিত বন ছিল। পার্বত্য শান্তি চুক্তি হওয়ার পর প্রায় বন উজার হয়ে যাচ্ছে এজন্য বর্তমান সরকার এলাকার প্রান্তিক জনগোষ্টির বনসংরক্ষনের সুবির্ধাত্বে ভিলেজ কমন ফরেস্ট এর আওতায় প্রতি পরিবারকে সাত হাজার টাকা হারে দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

এসব সুবিধাভোগী জনগণের প্রতি অনুরোধ করে বলেন, যাতে কোন প্রকার রির্জাভ ফরেস্ট থেকে গাছ বাঁশ অবৈধভাবে বিক্রি করা না হয়। আলোচনা সভা শেষে তিনটি ভিলেজ কমন ফরেস্ট প্রকল্পের আওতায় উপজেলার ২৫৫ উপকারভোগী পরিবারকে নগদ পরিবার প্রতি ৭হাজার টাকা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন