জ্ঞানকীর্তি স্থবির’র অন্তোষ্ট্যিক্রিয়া ও ধর্মীয় সভায় যোগ দিয়েছেন যতীন্দ্র লাল ত্রিপুরা ও প্রসীত বিকাশ খীসা

Proshit Jotindra pic

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি সড়কস্থ শিব মন্দির এলাকায় অবস্থিত জনমঙ্গল বৌদ্ধ বিহারের সাবেক বিহারাধ্যক্ষ জ্ঞানর্কীতি স্থবির এর অন্তোষ্ট্যিক্রিয়া ও ধর্মীয় সভা যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভির্য্যে পালন করেছে জনমঙ্গল বৌদ্ধ বিহারের হাজার হাজার দায়ক-দায়িকাবৃন্দ।

জনমঙ্গল বৌদ্ধ বিহারের উদ্যোগে আজ শুক্রবার বিকালে শিবমন্দির এলাকার পাশ্ববর্তী খালি জমিতে এ অন্তোষ্ট্যিক্রিয়া ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এম.পি উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হন নি।

ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সাংসদ ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র সভাপতি ও ২৯৮ খাগড়াছড়ি আসনের হাতি প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী প্রসীত বিকাশ খীসা। এর আগে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমাও ধর্মীয় সভায় ঘুরে আসেন বলে জানা যায়।

আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে সমবেত সকলে পঞ্চশীল গ্রহণ করেন। ধর্মীয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির।

উল্লেখ্য, অন্ত্যোষ্টিক্রিয়া ও ধর্মীয় সভা পালনকালে সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান ও হাজার প্রজ্জলন দান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন