টেকনাফের সাবরাং হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

teknaf pic 2
স্টাফ রিপোর্টার,  কক্সবাজার:
টেকনাফ উপজেলার বর্তমানে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাবরাং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, বির্তক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।১৩ মে সকাল ১০টায় সাবরাং উচচবিদ্যালয়ে মাঠে স্কুলের প্রধান শিক্ষক মফিজ উদদৌল্লাহর সভাপত্বিতের প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন, উদ্ভোধক বিদ্যালয়ে পরিচালনায় কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার ও স্কুল পরিচালনা কমিটি সদস্য সুলতান আহমদ উপস্থিত ছিলেন।

বির্তক প্রতিযোগিতায় চারটি গ্র“পে তাজ উদ্দিন, সৈয়দ নজুরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনজুর আলী ও এ.এইচএম কামরুজ্জামানের নামে ছাত্র-ছাত্রীরা অংশ নেন। বার্ষিক ক্রীড়ায় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খেলাধুলা, বৈজ্ঞানিক রোবোট প্রদর্শন, গান-বাজনা, মঞ্চ নাটক প্রদর্শন করা হয়। প্রতিযোগিতা বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য এবং সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন