টেকনাফে ইয়াবা ও বিদেশি মদসহ ট্রলার জব্দ আটক- ১

20160112_124909

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড ও পুলিশ। বৃহস্পতিবার ভোরে টেকনাফের জাদিমুড়া এলাকা থেকে এএসআই কাঞ্চনের নেতৃত্বে ১০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়। আটক মিয়ানমার নাগরিক নুর মোহাম্মদ (৪০) আকিয়াব জেলার মংডু থানার মৃত কালা মিয়ার ছেলে।

অপরদিকে একইদিন ভোররাতে কোস্টগার্ড শাহপরীরদ্বীপ স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার লিটন মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বদর মোকাম নামক এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ হাজার পিস ইয়াবা, ৫০ হাজার মিটার ক্যারেন্টজালসহ একটি ফিশিং ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত ট্রলার, ক্যারেন্টজাল ও ইয়াবার আনুমানিক মূল্য ৭৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

এছাড়া সেন্টমার্টিনদ্বীপের কাছাকাছি মিয়ানমার থেকে আনা ২১৪ বোতল কার্ন্টি ড্রাইজিন, ২০৭ বোতল মানডেলা রামমদ, ২৪২ ক্যান বিয়ারের চালান জব্দ করা হয়।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লে. ডিকসন চৌধুরী জানান, এ সময় পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দাকার জানান, এ ব্যাপারে মামলা করে আটককে আদালতে প্রেরণ করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, টেকনাফে, বিদেশি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন