টেকনাফে ঈদের আগের রাতে পুলিশি পাহারায় পাচারের অপেক্ষায় কোটি টাকার ইয়াবা

images ুি

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:

টেকনাফে থেকে ঈদের আগের দিনে রাতে পুলিশি পাহারায় কোটি টাকার ইয়াবা পাচারের অপেক্ষায় রয়েছে খবর পাওয়া গেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে- টেকনাফে অবস্থানরত সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়াসহ চট্টগ্রামের একাধিক ব্যবসায়ীদের কয়েকটি রিজার্ভ গাড়ি করে পুলিশি পাহারায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হবে।

এসময় টেকনাফ থানা পুলিশ টেকনাফ থেকে পালংখালী, উখিয়া থানা পুলিশ পালংখালী থেকে রামু তুলাবাগান, রামু থানা পুলিশ তুলাবাগান থেকে লিংক রোড পর্যন্ত নিরাপদে এসব ব্যবসায়ীদের রিভার্জ গাড়ি পৌছিয়ে দেওয়ার কথা রয়েছে। টেকনাফে অবস্থানরত সাতকানিয়ার অনেক ব্যবসায়ী বৈধ ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বলে গেছে। বলা চলে তারা ফেরিওয়ালা থেকে এখন কোটিপতি।

সম্প্রতি আইন শৃংখলা বাহিনীর জালে আটকা পড়েছেন প্রতি ঈদে ৩/৪টা গাড়ি। টেকনাফে বৈধ ব্যবসার আড়ালে করে শাহ জব্বারিয়া,শাহ আখতারিয়া,তাসজিনা গামেন্টস নামে বেনামে প্রতিষ্ঠান ও গাড়ি-বাড়ির মালিক বনে গেছেন। এ ব্যাপারে তদন্ত করা হলে থলের বিড়াল বেরিয়ে আসবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন