টেকনাফে বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু

 

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান,টেকনাফ:

টেকনাফে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা শুরু হয়েছে। এ উপলক্ষে টেকনাফের বৌদ্ধ ক্যাং গুলো সাজানো হয়েছে বিহারে সাজসজ্জা। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন আকাশে ফানুস উড়িয়ে সাম্প্রদায়িক অন্ধকার দূর করার প্রত্যয় ঘোষণা করেছেন। সম্প্রীতি ফানুসের আলোয়, দূর হোক সাম্প্রদায়িক অন্ধকার’ এ স্লোগানে শনিবার সকাল থেকে দুইদিন ব্যাপী এ উৎসব শুরু হয়।  বৌদ্ধ বিহারগুলো একযোগে আনুষ্ঠানিকভাবে এ ধর্মীয় উৎসবের সূচনা হয়। রাখাইন-বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের টেকনাফের সভাপতি জজ চৌধুরী  জানান- মহান পূর্ণিমার দিনে ফানুস উড়ানো হবে।

এদিকে, পরিষদের অন্য সদস্য কিউ মং চিং জনি জানান- শনিবার ভোর প্রভাত ফেরী সহকারে বৌদ্ধ বিহারে বুদ্ধপূজার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে। সকাল ৮টায় বিহারে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ৮টায় অষ্ট শীল গ্রহণ, বিকেল ৪টায় বিহারে ধর্মীয় সভা, সন্ধ্যা ৬টায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন, সন্ধ্যা ৭টায় বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার কর্মসূচি পালন করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উৎসব, টেকনাফ, বৌদ্ধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন