ড্যাফোডিল পলিটেকনিকে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

fec-image

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের সাপেক্ষে শিক্ষার্থীদের শিক্ষা পদ্ধতিকে তথ্যপ্রযুক্তির আলোকে সামঞ্জস্য করার লক্ষ্যে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের মাঝে ওয়ান স্টূডেন্ট ওয়ান ল্যাপটপ প্রদান করার উদ্যোগ গ্রহন করে। যা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিকাশে, দক্ষতা ও মেধা যাচাই এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের আত্মপ্রকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

রবিবার (১৯ মে) দুপুর ২টায় তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা ক্ষেত্রে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট প্রথমবারের মত ইন্সটিটিউটের এর মেধাবী শিক্ষার্থীদের মাঝে কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ এবং চ্যালেঞ্জিং মনোভাব তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে এক অনুষ্ঠানে ৩২ জন শিক্ষার্থীদের হাতে ফ্রি ৩২টি ল্যাপটপ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক ইঞ্জি. মো. আব্দুল কুদ্দুস সরদার, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরূজ্জামান ও ড্যাফোডিল পলিটকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল এবং নির্বাহী পরিচালক কে এম হাসান রিপনসহ কারিগরি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকা অভিভাবক বৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ড্যাফোডিল পলিটেকনিক, ল্যাপটপ বিতরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন