তৎপর পানছড়ি উপজেলা প্রশাসন

 

উপজেলা প্রতিনিধি, পানছড়ি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রসাশনের তৎপরতায় সাড়া পড়েছে পুরো পানছড়িতে। হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়নে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম নিজেই পানছড়ি বাজার ও তার আশ-পাশ এলাকার বাংলা-ইংরেজী মিশ্রণের দশটি সাইন বোর্ডকে বাংলায় রূপান্তর, তিনটি বিলবোর্ড নামিয়ে ফেলা এবং পূনরায় বাংলায় লিখা, পাঁচটি ইংরেজী ও মিশ্র ভাষায় লিখা ব্যানার মুছে ফেলা, ইংরেজীতে লিখা গাড়ীর নম্বর প্লেট অপসারণ, উপজেলা পরিষদের সকল সরকারী অফিসের মিশ্র ভাষাকে বাংলায় রুপান্তর, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়াকে শুধু মাত্র বাংলা ভাষায় বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের তৎপরতা পুরো পানছড়িতেই পরিবর্তনের সাড়া পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ মুর্শিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, মহামান্য হাইকোর্ট বিভাগ  (স্পেশাল অরিজিনাল জুরিজডিকশন) এর রিট পিটিশন নং- ১৬৯৬/২০১৪ এ দেশে সর্বত্র সাইন বোর্ড, বিল বোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সকল সরকারী দপ্তরের নাম ফলক (দূতাবাস, বিদেশী সংস্থা ও তৎসংশ্লিষ্ট ব্যতীত) ও ইলেকট্টিক ও প্রিন্ট মিডিয়াতে ইংরেজী বিজ্ঞাপন ও মিশ্র ভাষা ব্যবহার না করার বিষয়ে ১৭/০২/২০১৪ খ্রি: তারিখে আদেশ প্রদান করেছেন। উক্ত আদেশ বাস্তবায়নের লক্ষে উপজেলা বাস্তবায়ন কমিটির এই তৎপরতা বলে তিনি জানান।

তিনি আরো জানান, এ বিষয়ে উপজেলার বিভিন্ন বিভাগীয় ছয় জন প্রধানকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন