থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নিউয়াত্তুমরং বুনসংপাইসান

206ba45aa0a5e572844570f7c6d3d475_XL

আন্তর্জাতিক ডেস্ক:

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ইংলাক সিনাওয়াত্রাকে বরখাস্ত করার পর একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে দেশটির মন্ত্রিসভা। থাই উপ প্রধানমন্ত্রী ফোংথেপ থেপকানজানা জানিয়েছেন, নিউয়াত্তুমরং বুনসংপাইসানকে অন্তর্বর্তীকালীন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে দেশটির মন্ত্রিসভা। বুনসংপাইসান এর আগে ইংলাক মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

 এর আগে আজই (বুধবার) প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে সরিয়ে দেয় দেশটির সাংবিধানিক আদালত। দেশটির কয়েকজন সিনেটর আদালতে ইংলাকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে তাকে বরখাস্ত করার আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেয়। আদালতের এ রায় দেশটির চলমান সংকটকে আরো গভীর করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 অভিযোগে বলা হয়েছে,  ২০১১ সালে নির্বাচনের পর দলের স্বার্থে জাতীয় নিরাপত্তা প্রধান থাভিল প্লিয়েনশ্রিকে সরিয়ে দিয়েছিলেন ইংলাক। সাংবিধানিক আদালতের এ রায়কে প্রধানমন্ত্রী ইংলাকের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা বলে মনে করা হচ্ছে। কারণ দেশটির রাজনৈতিক সংকট যখন চরমে তখন এ মামলার রায় দেয়া হলো।  থাই বিরোধীদলের বিক্ষোভকারীরা এখনো রাস্তায় রয়েছে। এর আগে ইংলাকের সমর্থকরাও প্রধানমন্ত্রীকে রক্ষার ঘোষণা দিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছিল। 

 এ রায়ের ফলে এবার উল্টো  সরকার সমর্থকরা রাস্তায় নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইংলাক সরকারের থাইল্যান্ডের গ্রামীণ অঞ্চলে ব্যাপক সমর্থন রয়েছে।

 

আরও খবর

মমতাকে বাংলাদেশিদের বন্ধু ভাবার কোনও কারণ নেই- তসলিমা নাসরিন

পাশ্চাত্যের কৃত্রিম উপগ্রহ বিধ্বংসী প্রযুক্তি গড়ে তুলছে চীন

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন