থানচিতে ভ্রাম্যমান অভিযানে বিপুল পাথরসহ দুটি মেশিন জব্দ

fec-image

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

সরকারি অনুমতি ছাড়া পাহাড়ি ঝিরি, ছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে থানচি উপজেলা প্রশাসন।

বুধবার (২৪ এপ্রিল) সকালে জেলার থানচি উপজেলার থানচি-আলীকদম সড়কের ২৮ কিমি এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানকালে দুটি পাথর ভাঙ্গার মেশিন ও বিপুল পরিমাণ পাহাড়ি পাথর জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানচি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল জানান, বিভিন্ন পাহাড় ও ঝিরি এলাকা থেকে উত্তোলন করা পাথর মজদু করে ব্যবসার উদ্দেশ্যে ভাঙ্গা হচ্ছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশী সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

অভিযানকালে পাথর উত্তোলন ও ভাঙ্গার কাজে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি পাথর ভাঙ্গার গাড়ি ও বিপুল পরিমাণ পাহাড়ি পাথর জব্দ করা হয়েছে। পরিবেশ বিধ্বংসী এই ধরনের কাজের বিরুদ্ধে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচিতে ভ্রাম্যমান অভিযানে বিপুল পাথর জব্দ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন