থানচিতে ২৩০ পরিবারকে ভিজিএফের চাল বিতরণ

fec-image

সম্প্রতি বন্যা, পাহাড় ধস, ভুমি ধসসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র ২৩০ পরিবারের মাঝে বিশ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ।

ররিবার (১৮ আগষ্ট) বেলা ১১টায় বান্দরবানে থানচি উপজেলা বলীপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ভিজিএফ চাল বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং র্মামা, বলীপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার সাথুইখয় র্মামা, ইউপি চেয়ারম্যান জিয়াঅং র্মামা, ইউপি মেম্বার কংহ্লাঅং র্মামা, আকতার হোসেন, উম্যামং র্মামা, অংসানু র্মামা, অংসিংম্যা র্মামা ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং র্মামা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার মানেই উন্নয়নের সরকার, জগণের সরকার, গরিব মেহনতি মানুষের সরকার। আওয়ামী লীগ সব সময় গরিব মেহনতি মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বর্তমান এই উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আপনারা আওয়ামী লীগের সাথেই থাকুন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাহাড় ধস, বন্যা, বান্দরবান পার্বত্য জেলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন