দীঘিনালায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালায় ধর্ষণের পর এক স্কুল ছাত্রীকে হত্যা করা হয়েছে। শনিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার মেরুং ইউনিয়নের নয়মাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্কুলছাত্রীর নাম কৃত্তিকা ত্রিপুরা(১২)| সে মৃত নরোত্তম ত্রিপুরার মেয়ে এবং নয় মাইল ত্রিপুরা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী| ঘটনার পর পুলিশ ও এলাকাবাসী পাশের বাগান থেকে রাত সাড়ে দশটায় নিহতের লাশ উদ্ধার করে|

এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোব্ধ এলাকাবাসী রবিবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তা চলাচল বন্ধ রাখে| এসময় এক ঘন্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রতিবাদকারীরা| পরে প্রশাসনের বিচারের অাশ্বাসে দুপুর ১২টায় যান চলাচল করে দেয়|

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার দুপুরে বিদ্যালয়ে টিফিন পিরিয়ডে বাড়ি অাসার পর, সে অার বিদ্যালয়ে যায়নি| পরে তার মা অনুমতি ত্রিপুরা জুম থেকে কাজ শেষে বাড়ি ফিরে তাকে না পেয়ে অনেক খোজাখুজি করে| এক পর্যায়ে রাত সাড়ে দশটায় পুলিশ পার্শবর্তী বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করে|

এদিকে ঘটনার প্রতিবাদে রবিবার এলাকাবাসী খাগড়ছড়ি-দীঘিনালা সড়কে গাছ কেটে ফেলে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়|

মানববন্ধনে অংশ নেয়া কৃত্তিকা ত্রিপুরার সহপাঠী কারিনা ত্রিপুরা, হুমতাই ত্রিপুরা জানান, ক্লাশের মধ্যে কৃত্তিকা ত্রিপুরা খুবই মেধাবী ছিল| এসময় সে কৃত্তিকা ত্রিপুরাকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন|

এব্যাপারে কৃত্তিকা ত্রিপুরার জেঠা রতি মোহন ত্রিপুরা জানান, জন্মের ৫ বছর পর তার বাবা মারা যায়| তারা একভাই দুই বোন, কৃত্তিকা ত্রিপুরা সবার ছোট|

এব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. অাবদুস সামাদ জানান, নিহত কৃত্তিকা ত্রিপুরা শরীরে হাতে পায়ে এবং গলায় অাঘাতের চিহ্ন রয়েছে| ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করা হয়েছে| এঘটনায় নিহত কৃত্তিকা ত্রিপুরা মা অনুমতি ত্রিপুরা বাদী হয়ে অজ্ঞাত ৩/৪ জনকে অাসামী করে নারী ও শিশু নির্যাতন দমন অাইনে মামলা দায়ের করেছেন|

ঘটনার পর খাগড়ছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ, পুলিশ সুপার অালী অাহম্মদ, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. সামাদ এবং খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন টিটো ঘটনাস্থল পরিদর্শন করেন| এসময় কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির অাশ্বাসে যান চলাচলে ব্যবস্থা করা হয়|

এদিকে কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের দীঘিনালা ডিগ্রি কলেজ শাখা| বিক্ষোভ মিছিলটি দীঘিনালা ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে থানা বাজার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কোয়ারে সমাবেশে মিলিত হয়|

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক রিংকু চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পিসিপিরর সভাপতি মিরোজ ত্রিপুরা, সাধারণ সম্পাদক অমল চাকমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম দীঘিনালা উপজেলা শাখার সভানেত্রী অনিতা ত্রিপুরা প্রমূখ| সমাবেশে বক্তারা কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণ এবং হত্যায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন|

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন