দীঘিনালায় পাহাড়ী ছাত্র পরিষদের উদ্যোগে আগ্রাসন দিবস উযাপিত

মো: আল আমিন, দীঘিনালা, খাগড়াছড়ি:

আসুন সকল আগ্রাসীশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই – এই শ্লোগান প্রতিপাদ্য করে দীঘিনালা উপজেলার পার্বত্য চট্রগ্রামপাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) এই প্রথমউৎযাপন করলো ২০ আগষ্ট পার্বত্য চট্রগ্রাম আগ্রাসন দিবস। জহেলচাকমার সঞ্চালনায় উক্ত সভায়সভাপিতত্ব করেন, ইউপিডিএফ সমর্থিত পিসিপি দীঘিনালা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরেশ চাকমা।

উক্ত সভায় বক্তব্য রাখেন. খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রজেন্টু চাকমা, গনতান্ত্রিক যুব ফোরাম এর আহবায়ক সুজন চাকমা, পিসিপি‘র জেলা শাখার সহ সাধারন সম্পাদক অংকন চাকমা প্রমূখ। বক্তরা বলেন, সকল আগ্রাসন হাত থেকে পার্বত্যাঞ্চলকে মুক্ত রাখনে হবে এবং সকল আগ্রাসীর বিরোদ্ধো রুখে দাঁড়াতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন