দীঘিনালায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Dighinala URC pic 21-01-2016

নিজস্ব প্রতিনিধি:

দীঘিনালায় শিক্ষকদের নিয়ে পড়তে শেখার নির্দেশনা ও মূল্যায়ন বিষয়ক তিন দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার শেষ হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ গত মঙ্গলবার থেকে শুরু হয়।

প্রশিক্ষণে উপজেলার পনেরটি বিদ্যালয়ের তিনজন করে ৪৫ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। সেভ দ্যা চিলড্রেন এর অর্থায়নে রিড প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে জাবারাং কল্যাণ সমিতি। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মাইন উদ্দিন এবং রিড প্রকল্পের টেকনিক্যাল অফিসার পল ত্রিপুরা।

প্রশিক্ষনে রিড প্রকল্পের আওতাভুক্ত বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ভাষার ধ্বনি সচেতনতা, বর্ণজ্ঞান, শব্দভান্ডার, সাবলীলতা ও বোধগম্যতার উপর দক্ষতা বৃদ্ধি করতে শিক্ষকদের এ প্রশিক্ষণ দেয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীঘিনালায়, প্রশিক্ষণ, শিক্ষক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন