দেশের জন্য হুমকি স্বরূপ যেকোনো অপশক্তিকে রুখে দেব: জিওসি মতিউর রহমান

দিঘীনালা প্রতিনিধি:

চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় হুমকি স্বরূপ যেকোনো অপশক্তিকে রুখে দেয়ার জন্য শেষ বিন্দু রক্ত দিয়ে লড়াই করবো।

তিনি বলেন, ১৯৯৭ সনে বাংলাদেশ সরকারের বিচক্ষণতার ফলে একটি শান্তিচুক্তি হলেও এখনো একটি কুচক্রী মহল এই অঞ্চলকে আমাদের মাতৃভূমি হতে বিচ্ছিন্ন করার নানামূখী অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যেকোনো স্বাধীন  দেশে এটি একটি অচিন্তনীয় বিষয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায়  আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও আমরা কখনোই ছেড়ে দেব না।

রবিবার(২৩ ডিসেম্বর) সকালে দিঘীনালা এ্যডহক ফরমেশন রিত্রুট ট্রেনিং সেন্টারে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ সেন্টারের প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল মো. জয়নুল আবেদীন চিসতির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামসুজ্জামান, ইবিআরসি’র কমান্ড্যান্ট  ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম, আর্টিলারি সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল মজিদ, সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, ২৪ আর্টিলারী ব্রিগেড কমান্ডার একেএম সাজেদুল ইসলাম, চট্টগ্রাম সিএমএইচ কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশিদ, প্রশিক্ষণ রেজিমেন্ট এর প্রধান প্রশিক্ষক কর্নেল এসএম মনিরুজ্জামান, ইসিএসএমই এর ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল রেজাউল করিম, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল গাজী মুহাম্মদ সাজ্জাদ, ডিজিএফআই খাগড়াছড়ির জিএস কর্নেল মো. মাহবুবুর রহমান সিদ্দীকী, ২৪ পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ, কর্নেল মো. নাজিম উদ দৌলা, চট্টগ্রাম বিএসডি অধিনায়ক কর্নেল মো. মাহফুজুর রহমান, স্কুল অব আর্টিলারি’র প্রধান প্রশিক্ষক কর্নেল আবু রুবেল মো. সাহাবুদ্দিন, ২৪ পদাতিক ডিভিশনের এডিএমএস  কর্নেল মোহাম্মদ আলী চৌধুরী, দিঘীনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ প্রমুখ।

এর আগে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী দলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ্যডহক ফরমেশন রিত্রুট ট্রেনিং সেন্টারের ১৮-৩ ব্যাটে ১ হাজার ১৫ জন নবীন সৈনিক প্রশিক্ষণ সমাপ্ত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন