দেশের ২০তম রাষ্ট্রপতি হচ্ছেন আবদুল হামিদ

pদেশের ২০তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন আবদুল হামিদ এডভোকেট৤ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি মনোনয়নের মধ্যমে ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। 

রবিবার জাতীয় সংসদ ভবনে প্রাধনমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তার মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে সংসদের হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের জানান, সংসদীয় দলের বৈঠকে ‘সর্বসম্মতিক্রমে’ আবদুল হামিদকে দলের প্রার্থী ‘নির্বাচিত’ করা হয়েছে। কিশোরগঞ্জ থেকে সাতবার নির্বাচিত এই সংসদ সদস্য এর আগে দুই দফা স্পিকারের দায়িত্ব পালন করেছেন । 

১৯ তম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মারা যাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ গত ৯ এপ্রিল এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী ২৯ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। আগ্রহী প্রার্থীরা রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান ।

এরপর ২২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ২৪ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়। একাধিক প্রার্থী থাকলে ২৯ এপ্রিল বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংসদে ভোট হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন