দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে ৩১ আগষ্ট গণজমায়েতের ডাক

fec-image

রোহিঙ্গা প্রত্যাবাসনে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনা ও দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে কর্মকান্ড শুরু করার দাবিতে সোচ্চার হচ্ছে উখিয়ার  মানুষ। এনজিওদের সড়যন্ত্রে রোহিঙ্গাদের দাপটে উখিয়া-টেকনাফের সাড়ে ছয় লক্ষ মানুষের জানমালের নিরাপত্তায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে সমাজ ও রাষ্ট্রের পক্ষেঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন উখিয়ার তিন সাংবাদিক নেতা।

এ লক্ষ্যে ৩১ আগষ্ট বিকাল ৩টায় উখিয়া ষ্টেশন চত্বরে ‘উখিয়া নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদে’র উদ্যোগে বিশাল গনজমায়েতের ডাক দেয়া হয়েছে। রবিবা্র (২৫ আগস্ট) স্টেশন চত্বরেই এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে অংশ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন, তিন সাংবাদিক নেতা যথাক্রমে-রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ শিকদার ও গফুর মিয়া চৌধুরী।

তাঁরা বলেন, সরকার রোহিঙ্গাদের মানবিকতা দেখিয়ে আশ্রয় দিয়েছিল। রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের মারাত্মক ক্ষতি হলেও মানবিক কারণে এতদিন আমরা মুখ বুঁজে ছিলাম। রোহিঙ্গারা এখন মাথায় উঠছে।
কতিপয় এনজিওদের ইন্ধনে তারা এখন মাথায় উঠেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ, এনজিও, রোহিঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন