ধানের শীষের পক্ষে বাতাস বইছে বলে ক্ষমতাসীনদের মাথায় হাত: মনিস্বপন দেওয়ান

রাজস্থলী প্রতিনিধি:

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে পার্বত্য অঞ্চলে বাতাস বইতে শুরু করায় বর্তমান ক্ষমতাসীনদের মাথায় হাত দেওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ২৯৯নং রাঙ্গামাটি আসনের ধানের শীষ তথা জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান।

তিনি বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আপোষহীন নেত্রী বেগম খালেদাজিয়াকে মুক্ত করতে আগামী ৩০ শে ডিসেম্বর ধানের শীষে আপনাদের মুল্যবান ভোটটি প্রদান করে গনতন্ত্রের মা ১৬ কোটি মানুষের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবই ইনশাআল্লাহ।

বুধবার(১৯ ডিসেম্বর) রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার ঐতিহাসিক বটতলায় নির্বাচনী প্রচারণায় মনি স্বপন দেওয়ান সমগ্র উপজেলাবাসীর প্রতি এ আহ্বান জানিয়ে আরও বলেন, সারা দেশের ন্যায় পাহাড়ের জনগণও বহু বছরপর তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার একটি সুযোগ পেয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সন্ত্রাস, চাঁদাবাজ, লুন্ঠণকারী বাকশালীদের বিদায়ের মধ্যে দিয়ে ব্যালটের মাধ্যমে উচিৎ জবাব দিতে জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বানে সারা দেওয়ার আহ্বান জানান বিএনপি সরকারের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান।

এ সময় কেন্দ্রিয় বিএনপি নেতা এডভোকেট দীপেন দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপেন দীপু, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেনসহ জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বুধবার সকাল ১১টার সময় হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, রাজস্থলী উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহেদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দীপময় তালুকদার, আবুল হাসেম মেম্বার, এমদাদুল হক মিলন, শামীম আহম্মদ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে পুরো উপজেলায় অন্তত ১০টি নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠক করে স্থানীয় জনসাধারণকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের গনতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান বক্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন