Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

নতুন বছরকে বরণ করলো বান্দরবানবাসী

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

পার্বত্য জেলা বান্দরবানে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত হয়েছে। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

রবিবার (১৪এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে বৈশাখী অনুষ্ঠানের সূচনা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন।

পরে শহরের প্রধান সড়কে মঙ্গল শোভাযাত্রা শেষে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐতিহ্যের পান্তা-ইলিশের আয়োজন করা হয়।

এরপর স্থানীয় রাজার মাঠে শুরু হয় দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবান জেলায় সম্প্রীতি শহর। পার্বত্য এলাকা মানে সংঘাত এ ধারণা এখন পাল্টেছে। এখন পাহাড়ে শান্তির সুবাতাস বইছে।

বান্দরবানের সম্প্রীতি সমগ্র পার্বত্য এলাকায় প্রতিষ্ঠিত হবে এমন আগমনী বার্তাই তিনি জানিয়েছেন নতুন বছরের শুরুতে মঙ্গল শোভাযাত্রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবান ৬৯ ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শহিদুল এমরান এএফডব্লিউসি পিএসসি, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, বান্দরবা জোন কমান্ডার লে. কর্ণেল এসএম আব্দুল্লাহ আল আমিন পিএসসি, এনএস আই উপ-পরিচালক মো. শাহাজান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মং নু চিং, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম অব্দুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. ইয়াছির আরাফাত, জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সিং ইয়ং ম্রারে, ফিলিপ ত্রিপুরা, ম্রাসা খিয়াংসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নতুন বছরকে বরণ করলো বান্দরবানবাসী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন