নাইক্ষ্যংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

S0030103 copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে নাইক্ষ্যংছড়ি মৎস্য দপ্তর। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জল আছে যেখানে, মাছ চাষ সেখানে এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় বুধবার ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পোণা অবমুক্তকরণ। বৃহস্পতিবার মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা। শুক্রবার ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা। শনিবার বিভিন্ন স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। রোববার হাটবাজার, জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ এবং সমাপনী দিনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ মূল্যায়ন, পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন