নাইক্ষ্যংছড়িতে ভোক্তা অধিকার বিষয়ে সেমিনার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

পার্বত্য নাইক্ষ্যংছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ ডিসেম্বর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় শুরু হওয়া এ সেমিনার চলে দুপুর দেড়টা পর্যন্ত।

সেমিনারে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন। এতে অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও ডা. আবু জাফর মো. ছলিম,

উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি আলহাজ্ব হাবিব উল্লাহ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুচছ্ত্তার, ব্যবসায়ী পেটান সওদাগর, আবদু সওদাগর, সূনীল বড়–য়া, ইউছুফ আলী সওদাগর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন হাট-বাজার সমূহের ব্যবসায়ীদের একটি অংশ ভোক্তা অধিকার সংক্ষরণ আইন সর্ম্পকে অচেতন। তাদের সচেতন হতে হবে। ব্যবসায়ীর অধিকার, সুবিধা-অসুবিধা সর্ম্পকে এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ে জ্ঞান আহরণ করে তা প্রয়োগ করতে হবে তাদের। পাশাপাশি সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য বিক্রি করতে হবে যেন আশপাশের বাজার সমূহের সাথে সামঞ্জস্য থাকে। তখন রাষ্ট্রের প্রতি ভোক্তাদের সম্মানবোধ বাড়বে।

তারা জোর দিয়ে বলেন, খাবার হাটেল  ও দোকান গুলোতে বাসি তৈল ব্যবহার নয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার মোটেও করা যাবে না। আর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বেকারীর খাবার সামগ্রী উৎপাদন করা যাবে না মোটেও।

তারা আরও বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ আইন প্রয়োগ নিয়ে সচেতনতা বাড়াতে সরকার কাজ করছে জনস্বার্থেই। এ লক্ষ্য বাস্তবায়নে সকল ব্যবসায়ী ও ভোক্তারদের একযোগে এগিয়ে আসতে হবে।

তবেই নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে দিনদিন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন