নাইক্ষ্যংছড়িতে হালনাগাদ ভোটার বিষয়ে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

fec-image

পার্বত্য নাইক্ষ্যংছড়িতে হালনাগাদ ভোটার তালিকা প্রনয়ণের জন্যে তথ্য সংগ্রহের বিষয়ে উপজেলা সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।

এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার কামাল উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়িতে ভোটার হওয়ার জন্যে রোহিঙ্গারা মরিয়া। তারা নানা পন্থায় ভোটার হতে পারে । এ বিষয়ে তথ্য সংগ্রহকারীদের সজাগ থাকতে হবে। এছাড়া অবৈধ পন্থায় বহিরাগতরাও যেন ভোটার হতে না পারে সেদিকেও খেয়াল রাখা দরকার।

তারা বলেন, ভোটারদের তথ্য সংগ্রহের জন্যে গণনাকারীকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হয়। সেটি ঠিকভাবে হচ্ছে কি-না মনিটরিং করতে হবে সকলকে। এছাড়াও তথ্য সংগ্রহে কোন অনিয়ম হলে উপজেলা সমন্বয় কমিটিকে অবহিত করতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য র্বতমানে সারা দেশে হালনাগাদ ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শূরু হয়েছে গত ২৪ জুন। শেষ হবে ১৪ জুলাই। এ সময়ের মধ্যে ভোটার হওয়ার যোগ্য সকল নাগরিক স্ব-স্ব বর্তমান বাসস্থান এলাকায় ভোটার হতে পারবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, পার্বত্য, সাদিয়া আফরিন কচি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন