নাইজারে ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫৮

fec-image

আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামির বিমানবন্দরের কাছে একটি জ্বালানী বোঝাই ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘয়েছে। এতে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৭ জন। স্থানীয় সময় রবিবার (৫ মে) রাতের এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ট্যাংকার ট্রাকটি রেল লাইনের কাছে পার্ক করতে গিয়ে উল্টে যায়। পরে সেখানে শতাধিক মানুষ তেল সংগ্রহ করতে জড়ো হয়। এ সময় কোন কারণে সেখানে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে।

এদিকে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসুফু হাসপাতাল পরিদর্শন করে আহতদের খোঁজখবর নিয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, রবিবার মধ্যরাতের একটু আগে রেল লাইনের উপর ট্রাকটি উল্টে গেলে আশপাশের প্রচুর মানুষ তেল সংগ্রহ করতে সেখানে জড়ো হয়। এ সময় কারও হাতে থাকা আগুনের কারণে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং হতভাগ্য মানুষগুলো আগুনের মধ্যে আটকে যায়।

এ ব্যাপারে নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বাজুম জানিয়েছেন, তেল সংগ্রহ করতে আসা এক ব্যক্তির মটোরসাইকেলের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

সূত্র: বিবিসি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন