নারীরা সর্বস্তুরে বৈষম্যের শিকার হচ্ছে: সুলতানা কামাল

রামু প্রতিনিধি:

বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, সরকার এবং বিভিন্ন সংগঠনগুলো নারীদের সম অধিকার ও স্বাধীনতার কথা বললেও নারীরা দেশের সর্বস্তুরে এখনো বৈষম্যের শিকার হচ্ছে। নারীরা পুরুষের মত কাজ করলেও পারিশ্রমিক পায় কম। পরিবারেও নারীদের মূল্যায়ন পুরুষের তুলনায় অনেক কম। অথচ নারীরা দেশকে এগিয়ে নিতে ভুমিকা রাখছে। মহান মুক্তিযুদ্ধেও নারী সমাজের ত্যাগ ছিলো অবিস্মরনীয়। সন্ত্রাস, জঙ্গীবাদ, উগ্রবাদ দমন করে দেশকে এগিয়ে নেয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এ বিজয়ের মাসে আমাদের সকলকে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হতে হবে।

তিনি রবিবার (১০ ডিসেম্বর) সকাল দশটায় রামু স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ও ইপসা-সিভিক কনসোটিয়ামের সহায়তায় আয়োজিত নারী সমাবেশে এসব কথা বলেন।

জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকার মানবাধিকার কর্মী ও সাংবাদিকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রামু কলেজের শিক্ষক কন্ঠশিল্পী মানসী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন মল্লিক, নারী নির্যাতন প্রতিরোধ জোট রামুর সভাপতি স্বপন বড়ুয়া, মানবাধিকারকর্মী সুরেশ বড়ুয়া বাঙ্গালী, কন্ঠশিল্পী মিনা মল্লিক, জেসমিন আকতার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সম্প্রতি কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৬ অর্জন করায় বিশিষ্ট কন্ঠশিল্পী মানসী বড়ুয়াকে সংবর্ধিত করেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

অনুষ্ঠানে সাংবাদিক দীপক শর্মা দিপু, মোহাম্মদ জোনাইদ, কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সজল ব্রাক্ষ্মন চৌধুরী, চা বাগান জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রান্তিক নারীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন এবং তাদের সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে আরো জোরালো ভুমিকা রাখার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন