নিখোঁজদের উদ্ধারে রুমায় নৌবাহিনীর ডুবুরি দল

fec-image

বান্দরবানের রুমায় পাইন্দু খালে নিখোঁজ হওয়া নৌবাহিনীর অফিসারসহ ২ জনকে উদ্ধারে নেমেছে নৌবাহিনীর ডুবুরি দল। ররিবার বিকেলে চট্টগ্রাম থেকে আসা ১০ সদস্যের ডুবুরি দলটি উদ্ধার কাজ শুরু করেন। তাদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। ঘটনার ২৪ ঘন্টা পার হয়ে যাওয়ায় নিখোঁজ দু’জনের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন স্থানীয়রা।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় খরস্রোতা পাইন্দু খাল পার হওয়ার সময় ঢলের পানি দুই পর্যটককে ভাসিয়ে নিয়ে গেছে বলে অন্যান্য সহপাঠীদের মাধ্যমে জানতে পারেন স্থানীয় প্রশাসন। এর পরপরই উদ্ধার অভিযান শুরু করেছেন সেনা-পুলিশসহ স্থানীয়রা।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, উপজেলা প্রশাসন কিংবা থানা পুলিশের অনুমতি না নিয়ে তারা শনিবার সকালে ভ্রমণে গিয়েছিল। তিনাপসাইতারে যেতে প্রশাসনের অনুমতি নিতে হয় পর্যটকদের। আমরা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছি।

প্রসঙ্গত, শনিবার ঢাকা থেকে রোয়াংছড়ি যান নৌবাহিনীর চারজন কনিষ্ঠ কর্মকর্তাসহ ৬ পর্যটক। পরে দুর্গম রনিন পাড়ার কাছে তিনাপ সাইথার ঝর্ণা দেখে ফেরার সময় পাহাড়ি পাইন্দু খাল পার হতে গিয়ে তাদের মধ্যে নৌ-বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট সাইফুল্লাহ ও ঢাকার গ্রিন হার্ট আর্ট কলেজের ছাত্রী জান্নাত আরা বেগম পানিতে পড়ে নিখোঁজ হন। সেখান থেকে রবিবার সকালে ফিরে আসা অন্য চারজন হলেন- লেফটেন্যান্ট আশিক (২৫), লেফটেন্যান্ট তৌকির (২৪), সাব লেফটেন্যান্ট আশিক (২৪) ও তাঁদের বন্ধু আবু সাঈদ (২৫)।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, রুমা, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন