নিশীতা স্থির হলেন

স্টাফ রিপোর্টার: সাগরকন্যা চট্টগ্রামে পড়াশোনা আর পরিবার কেন্দ্রিক সীমানা পেরিয়ে নিশীতা এবার স্থির হলেন রাজধানী ঢাকায়। সম্ভবত মাঝখানের ঘটে যাওয়া চট্টগ্রাম টু ঢাকার দূরত্ব ঘোচাতেই একসঙ্গে ইদানীং কাজ করছেন অনেক। সেই সূত্র ধরে টিভি পর্দায় কিংবা এফএম রেডিওতে সংগীত ভিত্তিক অনুষ্ঠান সঞ্চালক সাজতেও দেখা গেছে তাকে। চট্টগ্রাম থেকে ঢাকায় স্থির হয়ে নিশীতার এমন সঞ্চালনা প্রীতি এবং সফলতায় খানিক শঙ্কা জেগেছে সংগীতপ্রিয়দের মনে। সংগীতের অনেকেই বলেছেন, ক্লোজআপ ওয়ানের ঝকঝকে অধ্যায় থেকে নিশীতা কয়েক বছরের জন্য হারালেন চট্টগ্রামে। ফিরে এসে গান করার বদলে এখন কি সব ছাইপাস উপস্থাপনা করছেন। কেন করছেন? ইত্যাদি ইত্যাদি। তবে এসব কথা খুব একটা কানে লাগাননি নিশীতা। উল্টো চ্যানেল টুয়েন্টিফোর-এর একটি সংগীতানুষ্ঠানের নিয়মিত সাবলীল সঞ্চালনা করে চমকে দিয়েছেন অনেককে। অবশ্য সেই সঞ্চালনার চ্যাপ্টার এখন পুরোপুরি ক্ষান্ত দিয়েছেন তিনি। সমপ্রতি সঞ্চালনার বিষয়টি চেপে গিয়ে স্টেজ-শো আর নতুন এককের কাজকেই মুখ্য হিসেবে দেখছেন। বলছেন, অনেক হলো। এবার আমি সিরিয়াস। বিশেষ করে নতুন গান তৈরি নিয়ে আর দ্বিধাদ্বন্দ্বে ভুগতে চাই না। অ্যালবাম কবে দিবো, সেটা মুখ্য নয়। এখন আমি নতুন কিছু গান কণ্ঠে তুলতে চাই। সেটা সিনেমায় হতে পারে, মিশ্র অ্যালবামে হতে পারে অথবা নিজের অ্যালবামের জন্য হতে পারে। তারই ধারাবাহিকতায় ঢাকায় স্থির হয়ে নিশীতা এরই মধ্যে হাফডজন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন গেল তিন মাসে। নিয়মিত স্টেজ-শো আর প্লে-ব্যাকের সঙ্গে হাত দিয়েছেন নতুন এককের। নিশীতার প্রথম একক ‘আমায় নিয়ে চলো’ প্রকাশ পায় প্রায় বছর পাঁচেক আগে। এই দীর্ঘ বিরতির পর চলতি বছরেই ২য় একক প্রকাশের ইচ্ছে করছেন তিনি। যে অ্যালবামের বেশ ক’টি গানের কথা-সুর নিশীতা নিজেই করছেন। অ্যালবামের জন্য আরও গান করছেন তরুণ সংগীত পরিচালক সাব্বির, কিশোর এবং রাফি। নিশীতা বলেন, একটু দেরি হয়ে গেল বোধহয়। সমস্যা নেই। ফের ঘুরে দাঁড়াবো। দেরিতে হলেও রাজধানীতে স্থির হলাম। এবার আমি গানটাই করবো মনে প্রাণে। বিশেষ করে প্লে-ব্যাক আর স্টেজের পাশাপাশি নিজের অ্যালবামটা মনের মতো করতে চাই। এরই মধ্যে কাজ শুরু করেছি। শেষ করে ফেলবো মাস খানেকের মধ্যে। এর পর মিউজিক ভিডিও নিয়ে মাঠে নামবো কোমর বেঁধে। আমি চট্টগ্রাম কেন থাকি? শ্রোতা-ভক্তদের এমন তিক্ত প্রশ্নের জবাব আর আমাকে দিতে হবে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন