Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

নৌকার প্রার্থী জাফরকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে: হানিফ

চকরিয়া প্রতিনিধি:

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, সারাদেশে নৌকার পক্ষে সাধারণ মানুষের ব্যাপক উচ্ছাস দেখা দিয়েছে। একইভাবে চকরিয়া-পেকুয়াতেও নৌকার উচ্ছাস দেখা যাচ্ছে। আগামী ৩০ডিসেম্বর মহাজোট প্রার্থী জাফর আলমকে নৌকা প্রতীকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।

রবিবার(২৩ ডিসেম্বর) বিকাল তিনটায় বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বারবাকিয়া ইউনিয়নে স্বরণকালের শ্রেষ্ঠ জনসভায় প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফ বলেন, ৭১’সালের স্বাধীনতা বিরোধীদের সাথে বিএনপি হাত মিলিয়েছে। তারা ক্ষমতায় যেতে এখনো নানাভাবে যড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ২০০১সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা এবং হাজার হাজার নেতাকর্মীকে ঘরছাড়া করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে  দুই মেয়াদে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। উন্নত ও সমৃদ্ধির দেশ হিসেবে বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেল।

তিনি আগামী ৩০ ডিসেম্বর মহাজোটের প্রার্থী জাফর আলমকে নৌকা প্রতীকে বিজয়ী করে মহান জাতীয় সংসদে পাঠিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহ্বান জানান। এ সময় তিনি উপস্থিত হাজার হাজার জনতার কাছে মহাজোট প্রার্থী জাফর আলমকে তুলে দেন। ৩০ডিসেম্বর তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন, ৭৩’র সালের আওয়ামী লীগের সাবেক এমপি ডা. শামসুউদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির সাংসদ হাজী মোহাম্মদ ইলিয়াছ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক মহসিন বাবুল, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির, চকরিয়া উপজেলা পূজা উদযাপর পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেব নাথ, পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. বারেক, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি  মো. মারুফ, সাধারণ সম্পাদক আরহান মো. রুবেল, পেকুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কফিল উদ্দিন বাহাদুর, মাতামুহুরী ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন