পানছড়িতে কাল বৈশাখীর ছোবল

BOISHAKI PIC. 9

পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়িতে কাল বৈশাখীর ছোবলে বিধ্বস্ত হয়েছে বেশ কিছু ঘর-বাড়ি, ভিডিপি পোস্ট ও তাঁত শিল্প কেন্দ্র। এ সময় উপড়ে ফেলে বড় বড় গাছপালা। জানা যায়, বৃহষ্পতিবার রাত ১২ টার দিকে মিনিট দশেকের কাল বৈশাখির এই তান্ডব চলে খেটে খাওয়া ও দিন মজুর এলাকা হিসাবে খ্যাত উপজেলার রসুলপুর, মুসলিম নগর ও উল্টাছড়ি এলাকায়।

সরেজমিনে দেখা যায়, উল্লেখিত এলাকাগুলোর নাজুক ও বেহাল অবস্থার চিত্র। ৮২ বছর বয়সী আবদুল খালেক নামের এক বৃদ্ধের কান্না পুরো এলাকার পরিবেশ ভারী করে তোলে। বর্তমানে খোলা আকাশের নীচে কয়েকটি পরিবার মানবেতর বসবাস করতে দেখা যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রবিউল ইসলাম ও উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, ঘটনাস্থলে গিয়ে আটত্রিশটি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়েছে। উক্ত তালিকা ডি ফরমে পূরণ করে জেলা প্রশাসক মহোদয় বরাবরে প্রেরণ করা হচ্ছে। এদিকে উল্টাছড়ির একমাত্র তাঁত শিল্প কেন্দ্রটি ধ্বসে পড়ায় হতাশায় ভুগছেন এলাকাবাসী।

এলাকার ইউপি সদস্য মো: জয়নাল আবেদীন ও সমাজ সেবক মো: আবু তাহের জানান, ১৯৯৮ সালে নির্মিত এ তাঁত ঘরটি অত্র এলাকার একটি বিশাল সম্পদ। তাঁত শিল্প ছাড়াও সেলাই প্রশিক্ষন, আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষক ও প্রাকৃতিক দূর্যোগের আশ্রয়স্থল হিসাবে এটি ব্যবহৃত হয়। প্রায় শতাধিক প্রস্থতর এই ঘরটি সহসাই নির্মানের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান উপস্থিত শতাধিক এলাকাবাসী।

 

আরও খবর

লক্ষীছড়িতে ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

রাজস্থলীতে স্বাস্থ্যঝুঁকিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে গোলমাল

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পানছড়িতে কাল বৈশাখীর, পানছড়িতে কাল বৈশাখীর ছোবল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন