পানছড়িতে ৮ হাজার ৭শত ৩২ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” প্লাস  ক্যাপসুল

পানছড়ি প্রতিনিধি:

পানছড়ি উপজেলার ৫টি ইউপির ৮ হাজার ৭শত ৩২ শিশুকে খাওয়ানো হবে  ভিটামিন “এ” প্লাস  ক্যাপসুল(২য় রাউন্ড )। শনিবার (১৯ জানুয়ারি) এ কার্যক্রম শুরু হবে।

এ উপলক্ষে (১৬ জানুয়ারি) বুধবার সকাল ১০টা থেকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সনজীব ত্রিপুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোহিদুল ইসলাম। এবারে অত্র উপজেলায়  ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১৩২১ এবং ১২-৫৯ মাস বয়সী ৭৪১১ জন বলে জানা গেছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম, মেডিকেল অফিসার ডা. মো. আরিফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা ও পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সম্পাদক শাহজাহান কবির সাজু।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পানছড়ি, স্বাস্থ্য
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন