পার্বত্যাঞ্চলের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

Capture

মুজিবুর রহমান ভুইয়া:

শপথ নিলেন পার্বত্য চট্টগ্রামের মেয়র ও কাউন্সিলরগন। রবিবার বেলা ১১টায় চট্টগ্রাম নগরীর সার্কিটহাউজের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার রুহুল আমিন। এ সময় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার রহুল আমিন প্রথমে মেয়রদের শপথ বাক্য পাঠ করান। এরপর সংরক্ষিত আসনে নির্বাচিত নারী কাউন্সিলরদের এবং শেষে সাধারণ আসনে নির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

জেলা প্রশাসন সূত্র জানায়,পবত্য চট্টগ্রামের ৫জন মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরা এতে শপথ নেন।

শপথ শেষে মেয়র ও কাউন্সিলররা সম্মেলন কক্ষ থেকে বের হতেই তাদের গলায় ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

শপথ নেওয়া পাহাড়ের মেয়রা হলেন রাঙামাটি পৌরসভার আকবর হোসেন চৌধুরী, খাগড়াছড়ি সদরের রফিকুল আলম, মাটিরাঙ্গার মো. শামছুল হক, বান্দরবন সদরের মোহাম্মদ ইসলাম বেবি এবং লামার মো. জহিরুল ইসলাম।

এদিকে রাঙামাটি পৌরসভার সাধারন কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, ২নং ওয়ার্ডে করিম আকবর, ৩নং ওয়ার্ডে পুলক দে, ৪নং ওয়ার্ডে মিজানুর রহমান বাবু , ৫নং ওয়ার্ডে বাচিং মারমা, ৬নং ওয়ার্ডে রবি মোহন চাকমা, ৭নং ওয়ার্ডে মো. জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডে কালায়ন চাকমা, ৯নং ওয়ার্ডে বিলাল হোসেন টিটুও শপথ নেন।

অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩নং ওয়ার্ডে রূপসী দাশ গুপ্তা, ৪,৫ ও ৬নং ওয়ার্ডে সোমা বেগম পূর্ণিমা এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে জুবাইতুন নাহারও সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদে শপথ নেন।

উল্লেখ্য, ৩০ই ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী রফিকুল আলম মোবাইল ফোন প্রতীক নিয়ে ৯হাজার ৪ ‘শ ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী মো. শানে আলম নৌকা প্রতীকে ৫হাজার ৫’শ ৩৭ ভোট। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের মো. শামছুল হক ৭ হাজার ৩৩৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী মো. বাদশা মিয়া ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৮৬ ভোট।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন