পার্বত্যাঞ্চলে পর্যটনকে আকর্ষণীয় করতে তিনদিনব্যাপী বাইক প্রতিযোগিতা

17440236_10211342230846796_1701626761_n

পার্বত্যনিউজ ডেস্ক :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী বাইক প্রতিযোগিতা। ‘ট্যুর দ্য সিএইচটি মাউন্টেন বাইক’  শিরোনামের এ প্রতিযোগিতা ২৪ মার্চ সকালে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক থেকে শুরু হয়ে তিনদিনে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২৬ মার্চ বান্দরবানের নীলগিরিতে গিয়ে শেষ হবে।

একজন নারীসহ মোট ৪২ জন প্রতিযোগী এতে অংশ নেবেন বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা।

বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্যুর দ্য সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা। মূলত তরুণদের উৎসাহ দেওয়া এবং পার্বত্য চট্টগ্রামের পর্যটনকে আরও আকর্ষণীয় করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

22-03-17

তিন দিনের এই প্রতিযোগিতা ২৪ মার্চ সাজেকে উদ্বোধন করবেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরি চৌধুরী। দ্বিতীয় দিনে (২৫ মার্চ) খাগড়াছড়ি শহর থেকে এটি শুরু হয়ে শেষ হবে রাঙামাটি শহরে। শেষ দিনে (২৬ মার্চ) রাঙামাটি শহর থেকে শুরু হয়ে বান্দরবান শহর হয়ে নীলগিরিতে গিয়ে শেষ হবে। একই দিন বিকেলে বান্দরবান স্টেডিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন