পাহাড়ি- বাঙালি সমান অধিকার নিশ্চিতে নৌকায় ভোট দিন: দিপংকর

রাজস্থলী প্রতিনিধি:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য অঞ্চলে পাহাড়ি- বাঙালি সকলের সমান অধিকার নিশ্চিতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন দীপংকর তালুকদার।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাজস্থলী বাজারে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসকথা বলেন।

তিনি বলেন,  সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকই নৌকা। সেই নৌকাই শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রতীক। পার্বত্য অঞ্চলে তিনি যা উন্নয়ন করেছেন, তা অতীত সরকারে দৃশ্যমান কোনো উন্নয়ন দেখাতে পারেনি।

তিনি আরও বলেন, বর্তমান আঞ্চলিক সংগঠনের সিংহ প্রতীকের পদপ্রার্থী উষাতন তালুকদার ৫ই জানুয়ারী ২০১৪ইং সালে বন্দুকের নল ঠেকিয়ে ভোট ডাকাতি করে ৫ বছর ক্ষমতায় থাকার পরেও দৃশ্যমান কোনো উন্নয়ন বাস্তবায়ন করতে পারেনি। ফলে বন্দুকের নল দিয়ে আবারও ভোট ডাকাতির আশা করা মোটেই বাঞ্চনিয় নয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা, সাধারণ সম্পাদক প্রুচিংমং মারমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংচাপ্র“ মারমা, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইপ্র“ চৌধুরী, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, জেলা আওয়ামী লীগের সদস্য নিউচিন মারমা, উথোয়ামিন মারমা, রাখাল চন্দ্র দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মংউচিং মারমা ময়না, আবদুল ওয়াদুদ, পুলক বড়–য়া, ঞোমং মারমা, হারাধন কর্মকার, রেঅংগ্যা মারমা, লংবতি ত্রিপুরা, নুর মোহাম্মদ কাজল, বিপুল ত্রিপুরা, জাহাঙ্গীর আলম, আবু তৈয়ব, হুমায়ন, উদয়শংকর চাকমা, পরেশ মজুমদার, মো. শাহ জাহান, লেখিকা চাকমা, পূর্নিমা বড়–য়া প্রকাশ চাকমা, মিঠুল চন্দ্র দে।

এরপর তিনি জনসভা শেষে ইসলামপুর বাজার, শফিপুর ও বাঙ্গালহালিয়া বাজারে এক পথ সভা করেন। এসময় পথ সভায় হাজার হাজার মানুষের ঢল নামে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন