পাহাড়ের জনগণ ধানের শীষের পক্ষে: মনিস্বপন দেওয়ান

লংগদু প্রতিনিধি:

২৯৯ নং রাঙামাটি আসনের ধানের শীষ তথা জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বলেছেন, পাহাড়ের জনগণ এখন ধানের শীষের পক্ষে কাজ শুরু করেছে।

মঙ্গলবার(১৮ ডিসেম্বর) দুপুরে লংগদু উপজেলাধীন আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারে আয়োজিত নিবাচনী সমাবেশে মনিস্বপন দেওয়ান একথা  বলেন।

তিনি বলেন, জনগণকে ধানের শীষের পক্ষে দেখে ক্ষমতাসীন দলের লোকজন উল্টা-পাল্টা বলা শুরু করেছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও  আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট প্রদান করার আহ্বান জানাচ্ছি।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন আটাকরছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন মন্টু পিসি। এ সময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহআলম, লংগদু উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, রাঙামাটি জেলা জামায়াত নেতা এ্যাডভোকেট হারুনুর রশিদ, উপজেলা ভারপ্রাপ্ত জামায়াতের আমীর এএলএম সিরাজুল ইসলাম, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বিরসহ জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

বিএনপির নেতৃবৃন্দ জানান, সোমবার ও মঙ্গলবার এই দু’দিনে পুরো উপজেলায় অন্তত ১০টি নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠক করে স্থানীয় জনসাধারণকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন