পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়ে বাধা দেওয়ায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়ে জেলা বিএনপির নেতাদের বাঁধা প্রদান করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

বুধবার(১৭ অক্টোবর) রাতে বিএনপির খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক মো. আবু তালেব সাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকছড়িতে বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়কালে জেলা বিএনপির নেতাদের বাঁধা প্রদান ও স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠেনর নেতাদের মারধর করেছে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা।

মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে ১৫/২০ জন চিহ্নিত সন্ত্রাসী একসত্তা পাড়া কালী মন্দিরে শুভেচ্ছা বিনিময়কালে জেলা বিএনপি নেতাদের মন্দিরের ভেতরে অবরুদ্ধ করে রাখে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নেতাদের শুভেচ্ছা বিনিময়ে সহযোগীতা এবং মানিকছড়ি ত্যাগ করতে সহায়তা করেন।

অপরদিকে মন্দির থেকে ফেরার পথে আমতলী নামক স্থানে যোগ্যছলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জাকির হোসেন, কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য মো. রবিউল হাসান পিয়াস সহ আরো ৫/৬জন যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে ছাত্রলীগের সন্ত্রাসীরা জোরপূর্বক আওয়ামী লীগ অফিসে নিয়ে মারধর করে। খবর পেয়ে স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ধর্মীয় অনুষ্ঠানে ছাত্রলীগ সন্ত্রাসীদের এহেন পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জেলা বিএনপি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন