পৃথক উপজেলার দাবীতে লংগদুতে মানববন্ধন

লংগদু  প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক উপজেলা ঘোষণার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদদ্বারা বিচ্ছিন্ন তিনটি ইউনিয়নের বাসিন্দারা গত এক বছর ধরে পৃথক উপজেলার দাবি জানিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার, সকালে উপজেলার গুলশাখালী, ভাসাইন্যাদম ও বগাচতর ইউনিয়নের কয়েক হাজার সাধারণ মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে।

বগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ‘‘লংগদু উপজেলার হ্রদের পূর্বপারের তিনটি ইউনিয়ন ও বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন নিয়ে আরও একটি উপজেলা গঠন এখন সময়ের দাবি। বর্তমানে এই চারটি ইউনিয়নে লোকসংখ্যা প্রায় ৫০ হাজার যা পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার দ্বিগুণ। তাছাড়া এর চারটি ইউনিয়নের আয়তন ২৮৯ বর্গকিলোমিটার যা বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা নারয়নগঞ্জের বন্দর উপজেলার ছয়গুণ বেশি।

ভৌগলিক অবস্থান আয়তন এবং জনসংখ্যা বিবেচনায় নিয়ে নাগরিক সুযোগ সুবিধা সহজ করতে দ্রুত কাচালং উপজেলা ঘোষণা করার দাবি জানান বক্তারা।

উপজেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী, এডভোকেট কামাল হোসেন সুজন, আব্দুর রাজ্জাক, শিক্ষক মমিনুল হক, ফারুক হোসেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন