পেকুয়ায় গরুর বাজারে সংঘর্ষ, আহত ৩

1203131363081723jaat

এমডি.জুবাইদ,পেকুয়া:
পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে কোরবানীর গরু রাখাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পেকুয়া বাজারে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

জানা যায়, গতকাল বেলা ১২ টার দিকে বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকার মোহাম্মদ কালু ও ফেরদৌস গরু বিক্রি করতে আসে পেকুয়া বাজারে। এ দিকে গরু রাখার স্থানকে নিয়ে গরুর মালিক কালু গং ও বাজার ইজারাদার পক্ষের মোহাম্মদ কাইছার এর সাথে বাকবিতন্ডা হয়। এ সময় উভয়পক্ষে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষটির খবর পরে দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উভয়পক্ষে লাঠি, কিরিচ নিয়ে এগিয়ে আসে।

উভয়পক্ষে সংঘর্ষে বারবাকিয়া  ইউনিয়নের ফাঁশিয়াখালী বুধামাঝিরঘোনার মোহাম্মদ কালু, মোহাম্মদ ফেরদৌস এবং পেকুয়া সদর ৪ নং ওয়ার্ড আ’লীগের সেক্রেটারী মোহাম্মদ কাইছার আহত হয়। আহত কাইছারকে পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বাইম্যাখালী এলাকার লোকজন জানান বাইম্যাখালী এলাকায় চলাচলের একমাত্র রাস্তা হচ্ছে পরিষদ সড়ক। কোরবানীর গুরুর হাট এবং প্রতিবাজারের গুরুর হাটের কারণে এ সড়ক দিয়ে চলাচল করতে চরম ভাবে অসুবিধা হয়। এ গুরু বাজারটি বাইম্যাখালী সড়ক থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের স্থস্তক্ষেপ কামনা করছেন। অন্যতাই যেকোন মুহুর্তে সংঘর্ষ লেগে যেতে পারে। এ দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পেকুয়া বাজারে উত্তেজনা চলছে। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি(তদন্ত) নীলু কান্তি বড়–য়া ঘটনার কথা স্বীকার করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন