পেকুয়ায় গোল্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে রাজঘাট ক্রিকেট একাডেমীর বিজয়

pic sprot 1-2-14

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

পেকুয়া স্পোটিং ক্লাব টেপ টেনিস গোল্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে মাতারবাড়ী রাজঘাট ক্রিকেট একাডেমী বিজয় হয়েছে। শনিবার সকাল ১১ টায় পেকুয়া শহীদ জিয়া ক্রিড়া কমপ্লেক্স মাঠে পেকুয়া শহীদ জিয়া কলেজ ক্রিকেট একাদশ বনাম মাতারবাড়ী রাজঘাট ক্রিকেট একাডেমীর মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় হয়। উপজেলা চেয়ারম্যান রাজু ব্যাট করে এবং সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ বল করে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

খেলার শুরুতে উভয় দলের অধিনায়কদের নিয়ে টস দেয়। টসে জিতে প্রথমে মাতারবাড়ী রাজঘাট ক্রিকেট একাডেমী ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে মাতারবাড়ী ক্রিকেট একাডেমীর খেলোয়াড়রা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে।

পরে শহীদ জিয়াউর কলেজ ক্রিকেট একাদশ ১৪৮ রানের তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। ফলে ২৬ রানে বিজয় লাভ করে মাতারবাড়ী রাজঘাট ক্রিকেট একাডেমী।

খেলায় বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. আব্দুল্লাহ আনসারী, পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ইউসুফ রুবেল, পেকুয়া থানার ডি এস ভি শাহিন মজুমদার, পেকুয়া পানি সরবরাহ প্রকল্প উন্নয়নের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, ঠিকাদার নাছির উদ্দিন বিট্টু, প্রবাসী কফিল উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পেকুয়া স্পোটিং ক্লাবের সভাপতি জিয়াউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম.জুবাইদ, নির্বাহী সদস্য রেজাউল করিম, মোস্তাকিম, আইয়ুব, বাবু, রাসেল, ওয়াহিদ প্রমুখ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মাতারবাড়ী রাজঘাট ক্রিকেট একাডেমীর খেলোয়াড় জনি, বিক ছক্কা নির্বাচিত হয় একই দলের খেলোয়াড় দেলোয়ার। এদেরকে খেলা শেষে পুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন পেকুয়া স্পোটিং ক্লাবের সহ সভাপতি ছৈয়দ রাশেদ ফারুক, সদস্য রাসেল, আশফাক।

এসময় প্রধান অতিথি বলেন, খেলায় হার জিত আছে এটা অবশ্যই মানতে হবে। এসময় তিনি আগামীতে আরো ভাল খেলার পরামর্শ দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খেলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন